সাড়ে তিন ঘণ্টায় শেষ হয়ে যায় টি-টোয়েন্টি ম্যাচ, ওদিকে চার দিন লম্বা প্রথম শ্রেণির ক্রিকেট। অথচ টি-টোয়েন্টিতে যতটা টাকার ছড়াছড়ি থাকে, বড় দৈর্ঘ্যের ক্রিকেটে সেটি একটু কমই। বিপিএলে যেমন চ্যাম্পিয়ন দল প্রাইজমানি পায় ২ কোটি টাকা। জাতীয় লিগে চ্যাম্পিয়ন হলে ২০ লাখ। গত দুই বছরে যে ম্যাচ ফি ছিল এবারও সেটিই থাকছে।
দৈনিক ভাতা (ডিএ)-ভ্রমণ ভাতাতেও (টিএ) আসেনি খুব একটা পরিবর্তন। ১০ অক্টোবর থেকে শুরু ওয়ালটন ২১তম জাতীয় লিগের দুই স্তরের প্রতিটি দলকেই প্রস্তুতি ক্যাম্প করতে দেওয়া হয়েছে ৬ লাখ টাকা।

জাতীয় লিগের পারিশ্রমিক-ভাতা-পুরস্কার:

ভাতা: প্রথম স্তরের* দল (টাকা) দ্বিতীয় স্তরের* দল (টাকা)
দৈনিক (ডিএ) ১৫০০ ১৫০০ 
ম্যাচ ফি  ৩৫,০০০ ২৫,০০০ 
যাতায়াত ভাতা ২৫০০ ২৫০০
প্রাইজমানি (চ্যাম্পিয়ন) ২০,০০০০০ ৫০০০০০
প্রাইজমানি (রানার্সআপ) ১০,০০০০০ নেই
প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট ১০০০০০ ৫০,০০০
সর্বোচ্চ রান সংগ্রাহক ৭৫,০০০ ৫০,০০০
সর্বোচ্চ উইকেটশিকারি ৭৫,০০০ ৫০,০০০
উইনিং বোনাস ৮০,০০০ ৭৫,০০০
* জাতীয় লিগে প্রথম স্তরের দল: খুলনা, রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগ। দ্বিতীয় স্তরের দল: বরিশাল, ঢাকা মেট্রো, সিলেট ও চট্টগ্রাম বিভাগ।