চারদিনের সফরে বাংলাদেশের যুদ্ধজাহাজ ‘সমুদ্র অভিযান’ শনিবার ভারতের
বিশাখাপত্তনম নৌঘাঁটিতে এসে পৌঁছেছে। ভারতীয় নৌবাহিনীর পূর্বাঞ্চলের
কমান্ডে এই চারদিনে বাংলাদেশের নৌবাহিনীর সদস্যরা ভারতীয় নৌবাহিনীর
সদস্যদের সঙ্গে মতবিনিময় ও নানা বিষয়ে আলোচনা করবেন বলে ভারতের প্রতিরক্ষা
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে। শনিবার জাহাজটি বিশাখাপত্তনমে
পৌঁছানোর পর নৌবাহিনীর ব্যান্ডের মাধ্যমে তাদের আন্তরিক অভ্যর্থনা জানানো
হয়েছে। বাংলাদেশের এই যুদ্ধজাহাজের নেতৃত্বে রয়েছেন কমান্ডার এম জহিরুল হক।
তিনি এবং দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের আবাসিক প্রতিরক্ষা উপদেষ্টা
ব্রিগেডিয়ার জেনারেল আবুল কালাম মুহাম্মদ জিয়াউর রহমান ভারতীয় নৌবাহিনীর
পূর্বাঞ্চলের প্রধান ভাইস এডমিরাল এস এন ঘোরমাড়ের সঙ্গেও বৈঠক করবেন।
নৌবাহিনীর সদস্যদের নিয়মিত দুই দেশে পারস্পরিক সফর নিয়ে আলোচনা হবে বলে
জানা গেছে।