আবারও নতুন গান নিয়ে আসছেন ন্যান্সি কন্যা রোদেলা। বিশ্বকবি রবীন্দ্রনাথ
ঠাকুরের ‘আমরা সবাই রাজা’ গানটিতে আগামীকাল কন্ঠ দেবেন ন্যান্সি কন্যা।
গানটির সংগীতায়োজন করছেন মীর মাসুম। চলতি বছর ন্যান্সির বড় মেয়ে রোদেলার
অভিষেক হয় সংগীতাঙ্গনে। বেশ ভালোভাবেই হয়েছে তার শুরুটা। নিজের ইউটিউব
চ্যানেলে ১১ বছর বয়সী রোদেলা ‘প্রজাপ্রতি প্রজাপ্রতি’ গানটি প্রকাশ করে।
গানটির সংগীত পরিচালনা করেন মীর মাসুম। ষষ্ঠ শ্রেনীতে পড়–য়া রোদেলা বেশ
প্রশংসিত হন এ গানের মাধ্যমে। শ্রোতা থেকে শুরু করে অনেক সংগীতশিল্পীরাও
মুগ্ধ হন রোদেলার গায়কিতে। মেয়ের নতুন গান প্রসঙ্গে ন্যান্সি বলেন, রোদেলার
নতুন গান হচ্ছে। মার্চে ওর প্রথম গানটি প্রকাশের পর অনেকেই প্রশংসা
করেছেন। এবার ‘আমরা সবাই রাজা’ গানটি করা হচ্ছে। আমি অনেক আশাবাদী এ গানটি
নিয়েও। আর সব থেকে বড় যে বিষয় সেটা হলো আমার কন্ঠের মতো না ওর কন্ঠ। না হলে
অনেকে বলতেন পুরো মায়ের কন্ঠ! এ বিষয়টি নিয়ে আমি অনেক হ্যাপি। আশা করছি
ভালো ভালো গান রোদেলা সামনে উপহার দিতে পারবে।