রিটা রহমান
জাতীয় পার্টির (জাপা) সাবেক চেয়ারম্যান এইচ এম এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনের উপনির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি। তবে এই আসনে নিজ দলের কোনো প্রার্থীকে মনোনয়ন দিচ্ছে না দলটি। বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের শরিক পিপলস পার্টির রিটা রহমানকে সমর্থন দিচ্ছে তারা। রিটা বিএনপির প্রতীক ‘ধানের শীষ’ নিয়ে লড়বেন।
আজ রোববার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব কথা জানান দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, গতকাল শনিবার রাতে গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হয়। বৈঠকে জোটের শরিক পিপলস পার্টির চেয়ারম্যান রিটা রহমানকে প্রার্থী করার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে।
রংপুর-৩ আসনের উপনির্বাচনে আগামী ৫ অক্টোবর ভোট গ্রহণের দিন রেখে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত। ইতিমধ্যে আওয়ামী লীগ এখানে প্রার্থী চূড়ান্ত করেছে। দলীয় কোন্দলে আটকে আছে জাতীয় পার্টির প্রার্থীর নাম ঘোষণা।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর সদর আসনে রিটা রহমান ধানের শীষের প্রার্থী ছিলেন। রিটা বিএনপির সাবেক মন্ত্রী মশিউর রহমান যাদু মিয়ার মেয়ে।