অনলাইনে ক্যাসিনো চালাতেন তিনি। ক্যাসিনো বিরোধী অভিযান থেকে নিজেকে রক্ষায় দেশ ছাড়তে চেপে বসেছিলেন থাই এয়ারের বিমানে। বিজনেস ক্লাসের এই যাত্রী অবশ্য দেশ ছাড়তে পারেননি। বিমান ছাড়ার আগেই তাকে পাকড়াও করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। থাই এয়ারওয়েজের ব্যাংককগামী ফ্লাইট থেকে সেলিম প্রধান নামের ওই যাত্রীকে আটক করা হয়। তার বাড়ি নারায়ণগঞ্জে। ফ্লাইটটি ঢাকা থেকে দুপুর ১টা ৩৫ মিনিটে ব্যাংককের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। তবে আইনশৃঙ্খলা বাহিনীর একটি ইউনিট ফ্লাইটে হাজির হলে ফ্লাইট ছাড়ে তিনটার দিকে।

বিমান সূত্র জানায়, থাই এয়ারওয়েজের টিজি-৩২২ নম্বর ফ্লাইটটি ছাড়ার আগ মুহূর্তে আইনশৃঙ্খলা বাহিনীর একদল সদস্য বিজনেস ক্লাসের ওই যাত্রীকে নামিয়ে নিয়ে যায়। আটক সেলিম প্রধানের কোনো রাজনৈতিক পরিচয় আছে কি না এ বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।