গত বছর পেছনে থাকলেও গাঁজা সেবনে ভারতের রাজধানী নয়া দিল্লিকে পেছনে ফেলে এবার উপরে উঠে এসেছে পাকিস্তানের বন্দর নগরী করাচি।
করাচির সঙ্গে ভারতের রাজধানী নয়া দিল্লি ও  প্রধান বাণিজ্যিক শহর মুম্বাই তালিকায় শীর্ষ ১০ এ রয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
প্রতিবেদনের তথ্যানুযায়ী, ২০১৮ গাঁজার দাম-এর ইনডেক্সের রিপোর্টে বিশ্বের সেরা ১০ শহরের তালিকা প্রকাশ হয়েছে। তালিকার শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক। দ্বিতীয় স্থানে করাচি। তৃতীয় স্থানে নয়াদিল্লি। চতুর্থ স্থানে লস অ্যাঞ্জেলস। দিল্লি ছাড়াও তালিকায় রয়েছে মুম্বাইয়ের নাম। এই তালিকায় আরও রয়েছে লস আঞ্জেলেস, কাইরো, লন্ডন, শিকাগো, মস্কো এবং টরোন্টো।  এছাড়াও গাঁজা খাওয়ার তালিকায় রয়েছে লন্ডন, কায়রো, মস্কো এবং টরোন্টোর মতো বড় শহরের নাম। সবচেয়ে বেশি সেবনের তালিকায় শীর্ষে নিউইয়র্ক। গতবছর ওই শহরে ৭৭ দশমিক চার টন গাঁজা বিক্রি হয়েছে। একইসময়ে করাচিতে বিক্রি হয়েছে ৪২ টন এবং নয়াদিল্লিতে বিক্রি হয়েছে ৩৮ দশমিক ৮ টন।